,

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এক ঘণ্টার মধ্যে হল ছেড়ে দিতে নির্দেশনা দেন। এর পর থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। এদিকে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

আজ বেলা পৌনে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ১৫ জনের মতো শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেন। তবে পুলিশ তাঁদের আবারও ক্যাম্পাস থেকে বের করে দেয়।

বেশ কিছু সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার ক্যাম্পাসে পুলিশ কেনো, প্রশাসন জবাব দে’ প্রভৃতি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকালে প্রশাসনের স্বল্প সময়ের নোটিশে শিক্ষার্থীরা হল ছেড়েছেন। হলে এক–দুজন ছাড়া অধিকাংশ শিক্ষার্থীই বের হয়ে এসেছেন।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১