নিজস্ব প্রতিবেদক:- ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প( ৭ম পর্যায়) ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়ছে।
২৩শে সেপ্টেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে জগন্নাথপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নুরুজ আলী’র সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার জনাব হাফিজ মুহিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোখলেছুর রহমান।
উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা ফিল্ড অফিসার জনাব মাহফুজুর রহমান, জেলা মাস্টার ট্রেইনার জনাব আশরাফ উদ্দীন, জগন্নাথপুর উপজেলা জামাতে ইসলামির আমীর জনাব, মাওলানা লুৎফুর রহমান।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কেন্দ্র শিক্ষক, সর্বোচ্চ যাকাত আদায়কারী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ কেয়ার আব্দুল হক, রাণীগঞ্জ রির্সোস সেন্টার এর সাধারণ কেয়ারটেকার মুফতি নিজাম উদ্দিন সালেহী রাণীগঞ্জী, মউশি শিক্ষক সমিতি জগন্নাথপুর এর সভাপতি মাওলানা ফজলুল করিম, সাধারণ সম্পাদক আশরাফ আলী সহ উপজেলার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফিজ জুবায়ের আহমেদ।
More News Of This Category