নিজস্ব প্রতিবেদক:- ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলকলিয়া “এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি” এর আয়োজনে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল উপজেলার কলকলিয়া বাজার এলাকায় অবস্থিত ”এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি” এর আয়োজনে ১৬ ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় একাডেমির স্বত্বাধিকারী এবং পরিচালক, শিক্ষক -শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে বিশাল বিজয় র্যালী শিক্ষাঙ্গন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাঙ্গনে ফিরে এসে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু জামাল হোসাইন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হ্যাপী বেগম এর পরিচালনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরীক্ষার ফলাফল ঘোষণা, প্রধান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দকে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তরুণ সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনাব আবু সাদেক রনি।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির শিক্ষিকা জনাবা শাহনাজ সুলতানা মুন্নী।
একাডেমির ২য় শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান হোসেন রাফি’র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব মোঃ শফিকুল ইসলাম, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশাহিদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আলী আকবর, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থী অভিভাবক আকিকুর রহমান, জাবেদ আহমেদ, ভাতগা্ঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম, লাকী বেগম, শিক্ষার্থী নাঈমা জান্নাত রিহা, রামিছা চৌধুরী, জিসান আহমদ তপু, রিয়াদ হোসেন, শরিফা জান্নাত হোমাইয়া ও রাইছা চৌধুরী প্রমূখ।
More News Of This Category