,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

মরহুম মোঃ মন্তাজুর রহমান কল্যান ট্রাস্টের অর্থায়নে ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের উদ‌্যোগে মেধাবৃত্তি বিতরন

নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদ এর উদ‌্যোগে ও মরহুম মোঃ মন্তাজুর রহমান কল্যান ট্রাস্টের অর্থায়নে  জে. এস. সি পরিক্ষায় উত্তির্ন ছাত্র/ছাত্রীদের মধ‌্যে মেধাবৃত্তি বিতরন অনুষ্ঠান-২০১৯ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ আগস্ট (শনিবার) দুপুর ১২টায় ঐতিয‌্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মেধা বৃত্তি ২০১৯ এর পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী ওয়াহিদা খানম রুমি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, মরহুম মোঃ মন্তাজুর রহমান কল্যান ট্রাস্টের চেয়াম‌্যান ও ট্রাস্টি, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী, জনাব মোঃ খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলকলিয়া ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদ এর সহ-সভাপতি এইচ এম আজমল হোসেন।

সংবর্ধিত অতিথি ও মরহুম মোঃ মন্তাজুর রহমান কল্যান ট্রাস্টের ট্রাস্টী মোঃ খায়রুল ইসলাম বলেন, ‘মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদ, কলকলিয়া’ মেধাবৃত্তিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের চেষ্টা থাকবে এই উপবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে।  শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করা।

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদ থেকে ২০১৯ সালের ৫৩ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ কোটায় ৪৯ জন।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন, অনিক সুত্রধর পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ, তাসনিয়া মনোয়ারা চৌধুরী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর, ফাহমিদা ফাহিমা জাকিয়া, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর, হামিদা বেগম সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর।

পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল বনিক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের জগদীশপুর এর প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদ এর সভাপতি শব্বির আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং কলকলিয়া ইউপি তিন তিন বারের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।  সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর, ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদ আলী।

অনুষ্টানে বক্তব্য রাখেন,  আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,মোঃ কবির হোসেন, আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষক মামুনুর রশীদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর শিক্ষক বিজন বিহারী দাস, শিক্ষানুরাগী সাইনুল হক, মরহুম মোঃ মন্তাজুর রহমান কল‌্যাণ ট্রাস্টের ট্রাস্টী তালিমুল ইসলাম, ট্রাস্টী মাওঃ তরিকুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টী কানিজ ফাতেমা ইসলাম, কানিজ মাছুমা ইসলাম, সফাত উল্লাহ উচ্চ বিদ‌্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ছাদিকুর রহমান, মোঃ কোহিনূর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র/ছাত্রীসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

সবশেষে অতিথিদের মধ্যে পুরস্কার তুলে দেন মন্তাজুর রহমান কল্যান ট্রাস্টের চেয়ারম‌্যান ও ট্রাস্টী মোঃ খায়রুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের সদস্যবৃন্দ।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১০
  • দুপুর ১১:৫৩
  • বিকাল ৩:৩৫
  • সন্ধ্যা ৫:১৪
  • রাত ৬:৩৩
  • ভোর ৬:২৭