,

জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাদেক রনি’র স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাদেক রনি’র স্বদেশ আগমন উপলক্ষে অত্র প্রতিষ্ঠান এর আয়োজনে ১১ ই মে রোজ শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু জামাল হোসাইন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেপী বেগম এর পরিচালনায় সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাদেক রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সতিস চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ এর সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান, ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম, আনন্দনিকেতন সিলেট এর শিক্ষক আসাদ জাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বিশিষ্ট রাজতৈক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলাল হোসেন রানা। আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, শিক্ষানুরাগী সাদিক আহমদ, শিক্ষানুরাগী মোঃ আলী আকবর, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থী অভিভাবক মোঃ কামাল হোসেন লিলু, মোঃ আকিকুর রহমান, মোঃ আকমল হোসেন, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক রিপন আহমদ, শিক্ষিকা তানজিনা সুলতানা হেপী, প্রেরণা ইসলাম, শিক্ষার্থী আরিয়ান ইসলাম, মাহমুদুল হাসান রিয়াদ ও জিসান আহমদ তপু।

এসময় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান এর শুরুতে সংবর্ধিত অতিথি সহ আগত সকল অতিথিকে ফুল দিয়ে বরন করেন এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক বৃন্দ। এবং অনুষ্ঠান এর শেষে সংবর্ধিত অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দকে এই প্রতিষ্ঠান এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় পরবর্তী ক্ষুদে শিক্ষার্থীদের দলীয় ও একক নৃত্য পরিবেশন করা হয়।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১