,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ

নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরের কলকলিয়ার বিশিষ্ট আলেমে দ্বীন মুমতাজুল মোহাদ্দিসিন হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) এর ১৩তম ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া  মাহফিল এবং স্থানীয় অসহায় গরীবদের মাঝে কাপড় বিতরণ করা।

পাকিস্থান সময় থেকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) দ্বীনি শিক্ষা প্রচার প্রসার করে ইসলামের খেদমত করে বর্ণঢ‌্য জীবন অতিবাহীত করেছেন। সিলেট অঞ্চলের সুনামধন‌্য শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদ্রাসা, সিংচাপইর কামিল মাদ্রাসা, লাউতলা আলিম মাদ্রাসা,  হবিবপুর কেশবপুর ফাদ্বিল মাদ্রাসা, ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসা, বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসা, আটপাড়া উচ্চ বিদ‌্যালয় সহ অনেক দ্বীনি প্রতিষ্ঠানে প্রতিষ্টাতা অধ‌্যক্ষ, মুহাদ্দিস, হেড মাওলানা সহ বিভিন্ন পদে শিক্ষকতা করে দ্বীনি খেদমতে অবদান রেখে গেছেন। ২০১১সালের আজকের এই প্রখ‌্যাত আলেমি দ্বীন মুমতাজুল মুহাদ্দিসিন পরপারে পারি দেন।

১৩ অক্টেবর (রবিবার) আলেমি দ্বীন মুমতাজুল মুহাদ্দিসিন এর ঈসালে সাওয়াব উপলক্ষে পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত মাওলানা এমদাদুর রহমান (র.) মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম‌্যান এবং হযরতে বড় সন্তান যুক্তরাজ‌্য প্রবাসী জনাব আশরাফুল ইসলামের অর্থায়নে মিলাদ ও দোআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগ এর সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার সহকারি অধ‌্যাপক মাওলানা নাজমুল হুদা খান।

উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন সাবেক তিন বারে চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। এক্সিম ব্যাংকের ম্যানেজার জনাব মোহাম্মদ তালিমুল ইসলাম, মোঃ জমিরুল ইসলাম, বালিকান্দি গ্রামের বিশিষ্ট মরুব্বি জমির আলী, আব্দুশ শহিদ, সাইনুল হক, নজরুল ইসলাম, হাফিজুল ইসলাম, ইকবাল হোসেন, রিপন মিয়া প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর বালিকান্দি গ্রামের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিন সাহেব সহ এলাকার ছোট বড় সকল ধর্মপ্রাণ মুসলমান।

মিলাদ ও দোআ মাহফিল শেষে আগত মুসল্লিদের মধ‌্যে দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং অসহায় গরীবদের মাঝে কাপড় বিতরণ করা হয়।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১০
  • দুপুর ১১:৫৩
  • বিকাল ৩:৩৫
  • সন্ধ্যা ৫:১৪
  • রাত ৬:৩৩
  • ভোর ৬:২৭