নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে ও জননেতা আশরাফুল ইসলামের অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বালিকান্দি গ্রামের হতদরিদ্র প্রায় দুই শতাধীক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
৭ই এপ্রিল (রবিবার) দুপুর ১২টায় মাও: এমদাদুর রহমান (রহ:) এর বালিকান্দি গ্রামে নিজ বাড়িতে এই অর্থ বিতরণ করা হয়।
মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর অন্যতম ট্রাস্টি ও এক্সিম ব্যাংক মাইজগাও শাখার ম্যানাজার জনাব মোহাম্মদ তালিমুল ইসলাম এর তত্বাবধানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়নের তিন তিনবারের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্যে জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম বলে জনাব মোহাম্মদ আশরাফ, ছাত্র জীবন থেকেই আসহায় গরিব মানুষের পাশে ছিলেন দেশের বিভিন্ন সংকটময় দিনে আসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে আসছেন। করোনা, বন্যা ও বিভিন্ন দূর্যোগে মানুষ তাকে পাশে পায়। সজ্জন ও কোমল হৃদয়ের এই মানুষকে যদি আমরা কাজে লাগতে পারি তবে এই অঞ্চলের মানুষে ভাগ্য উন্নয়নে কাজ করবে বলে আমি মনে করি।
জনাব আশরাফ ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে জরিত ৯০ দশকের তোখড় ছাত্রনেতা, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, নব্বইর দশকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস অনার্স এবং এম এস এস অধ্যায়নের সময়ে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, সিলেট জেলা যুবলীগের সাবেক অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম নেতা, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।
অনুষ্টানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব সাইনুল হক, শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, তাহিদুর রহমান, ইকবাল হোসেন, সাংবাদি হুমায়ুন কবীর, বাংলা টু লন্ডন পেইজের প্রতিষ্ঠাতা জুবায়ের হোসেন, শফিকুল হক প্রমূখ।
More News Of This Category