,

জগন্নাথপুরের কলকলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডঃ ৯ টি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাঁই

নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জ জেলাধীন  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ টি দোকান ঘর পুড়ে ছাঁই হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কলকলিয়া বাজারের আবুল কালাম সুপার মার্কেট ও মহরম আলী মার্কেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সরজমিন পর্যবেক্ষকনে জানা যায়, সোমাবর (২০ নভেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে নয়টার দিকে আবুল কালাম সুপার মার্কেটের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকান ( নাবিলা লাইব্রেরী) সহ আবুল কালাম সুপার মার্কেট ও মহরম আলী মার্কেটের ৯ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা প্রজ্জলিত দেখে স্থানীয়রা জগন্নাথপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসে কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হলেও ততক্ষণে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকার মত হবে বলে জানিয়েছেন আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়া দোকানের ব্যাবসায়ীগন।

আগুনে পুড়ে ছাই হওয়া দোকানগুলো হচ্ছে নাবিলা লাইব্রেরী, নয়ন ট্রেডার্স, হাসনাত টিস্টল, এশা টেইলার্স, ইত্যাদী লেডিস টেইর্লাস, কাজল পোল্টি হাউস, ফারুক ষ্টোর, হামিদ ভ্যাটনারী ফার্মেসী কম্পিউটার গ্যালারী।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, কলকলিয়া বাজারে পল্লি বিদ্যুতের কর্মকর্তাগনের অনিয়মতান্ত্রিক মিটার ব্যবস্থাপনার, একই মিটার থেকে ২/৩ দোকান কোঠায় সংযোগ, লোড অতিরিক্ত হওয়ায় ভিবিন্ন সার্কিটে শট আর এই শর্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৬
  • দুপুর ১২:০২
  • বিকাল ৪:৩৮
  • সন্ধ্যা ৬:৫১
  • রাত ৮:১৭
  • ভোর ৫:১০