,

ছাতকে ডাক্তার মঈন উদ্দিন ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:- ছাতকের কৃতি সন্তান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মো. মঈন উদ্দীন ট্রাস্টের উদ্যোগে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৬০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ২৭৬জন শিক্ষার্থীরা এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ডাক্তার মো. মঈন উদ্দীন ট্রাস্ট এর পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন, বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদ, কেন্দ্র সচিব গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, হল সুপার ছিলেন রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান, সহকারী হল সুপার গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ।

মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ট্রাস্টের প্রধান উপদেষ্টা ডাক্তার মঈন উদ্দিন এর সহধর্মিণী ডাক্তার রিফার জাহান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, ট্রাস্টের সদস্য ডাক্তার জহির আহমেদ, সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল হুদা নাঈম, সহকারী অধ্যাপক ডাক্তার তানভীর মোহিত, সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুব আলম জীবন, সহকারী অধ্যাপক ডাক্তার আহমদ নাসিম হাসান লাভলু, ডাক্তার নুসরাত জাহান, ব্যবসায়ী নজরুল ইসলাম, ডাক্তার মঈন উদ্দিনের ভগ্নিপতি ছালেহ আহমদ, ফজল মিয়া, খছরুজ্জামান, মৈশাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিতা বোন হাফিজা খাতুন ও বাছিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিয়া খাতুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ, বাউভোগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন চন্দ্র, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন কুমার তরফদার, জহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ভূইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী, আনন্দনগর গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বাছিত, ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল আলী ও সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, খিদুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম ফজলুর রহমান, কামরুল ইসলাম, ট্রাস্টের উপদেষ্টা নুসরাত জাহান, সালেহ আহমদ।

এদিকে, মেধা বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিক্ষা পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাস্টের সেক্রেটারি খসরুজ্জামান।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রথম ডাক্তার হিসেবে ডাক্তার মো. মঈন উদ্দীন ২০২০ সালের ১৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। তার এ স্মৃতিকে ধরে রাখতে গঠন করা হয়েছে ডাক্তার মো. মঈন উদ্দিন ট্রাস্ট।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩০
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৪:২৩
  • সন্ধ্যা ৬:১১
  • রাত ৭:২৫
  • ভোর ৫:৪২