,

সিলেটের টুকেরবাজারে আগুনে তিনটি ঘর ভস্মিভূত

দৃক নিউজ২৪, সিলেট:- সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামে আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৩৭ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা কিছুটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিসের উপ পরিচালক দুলাল মিয়া। তিনি জানান, দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় ১০ মিনিট চেষ্টা চালায় দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতি ও উদ্ধারের পরিমাণ প্রায় ১০লাখ টাকা হবে বলে জানান তিনি।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১০
  • দুপুর ১১:৫১
  • বিকাল ৩:৩৫
  • সন্ধ্যা ৫:১৪
  • রাত ৬:৩২
  • ভোর ৬:২৪