,

ফের করোনা পজেটিভ আসমা কামরানের

নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরানের করোনা রিপোর্ট আবারও পজেটিভ এসেছে।

মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসি-আর ল্যাবে তার দ্বিতীয় রিপোর্ট পজেটিভ আসে। ল্যাব সুত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সুত্র জানায়, সোমবার (১৫ জুন) তিনি নমুনা দিয়েছিলেন।

এর আগে গত ২৭ মে বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আসমা কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৫ জুন তার স্বামী বদর উদ্দিন কামরানের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তবে আসমা কামরান শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও স্বামী বদর উদ্দিন কামরান দীর্ঘ ১০ দিন করোনার সাথে লড়াই করে সোমবার (১৫ জুন) ভোরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩০
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৪:২৩
  • সন্ধ্যা ৬:১১
  • রাত ৭:২৫
  • ভোর ৫:৪২