দৃক নিউজ২৪ ডেস্ক:- সিলেট জামেয় ইসলামীয়া ফরিদাবাদ মাদ্রাসায় অধ্যায়নরত মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের জুড়ী বাজারের ব্যবসায়ী বিসমিল্লাহ ব্যাটারী এন্ড মাইক হাউজ এর সত্বাধীকারি জহিরুল ইসলামের বড় ছেলে জুবায়ের আহমদ (১৬) গত (১০ সেপ্টেম্বর ) রোববার, ঈদের ছুটি শেষে বাড়ি থেকে সিলেট জামেয়া ফরিদাবাদ মাদ্রাসায় পৌঁছায়। (১২ সেপ্টম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা করতে মাদ্রাসা হোস্টেলে যায়। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জামেয়া ইসলামীয়া ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক মাওঃ মইনুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জুবায়ের সাথীদের সাথে সকালের নাস্তা সারতে হোস্টেলে যায়, পরে সকাল সাড়ে ১০টায় ক্লাসে তাকে না পেয়ে থাকার রুমসহ সব জায়গা খোঁজে তাকে না পেয়ে জুবায়েরের বাড়িতে জানানো হয়।
নিখোঁজ জুবায়ের আহমদের পিতা জহিরুল ইসলাম জানান, আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়া হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি।
এব্যাপারে জুবায়েরের পিতা জহিরুল ইসলাম সিলেট এয়াপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ (জিডি নং-৪৯২) করেন। সিলেট এয়ারপোর্ট থানার এস আই স্বপন অভিযোগের সত্যতা নিশ্চিত করেন ।
More News Of This Category