,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নব (সা.) র্যালি অনুষ্ঠিত

মো:কুতুব উদ্দিন:- প্রিয়নবীর আদর্শের আলোকে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহবানে হাজার হাজার মানুষের স্বতঃফুর্ত অংশগ্রহণে শুক্রবার বাদ জুমআ  (১লা ডিসেম্বর) আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে অনুষ্ঠিত হলো বিশাল ও বর্ণাঢ্য ‘মুবারক র্যালি’।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে সুন্নীয়তের অতন্দ্র প্রহরী ছাত্র কাফেলা বাংলাদেশ আজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।

র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল হতেই সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ময়দানে সর্বস্তরের ছাত্র- জনতা জমায়েত হতে শুরু করেন। জুমআর পূর্বেই মাদরাসা কমপ্লেক্স কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বাদ জুমআ শুরু হয়ে মুবারক র্যালিটি সুশৃঙ্খলভাবে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সালাত-সালামের সুর লহরীতে মুখরিত হয় নগরীর আকাশ বাতাস। আশেকে রাসূল মুসলিম জনতার কন্ঠে কন্ঠে উচ্চারিত হয়-

সালাম সালাম নবী সালাম সালাম,

বালাগাল উলা-বি কামালিহি,

শামছুদ্দুহা আস্সালাম,

আস সালাতু আলান নাবী…..

এ রকম অগণিত নাত। এতে সৃষ্টি হয় এক অন্য রকম আমেজ। পাশাপাশি কালেমা খচিত ও রাসূল (সা.) আর শানে রচিত নানা কালজয়ী কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন ফেস্টুন ও সুদৃশ্য প্লেকার্ড বর্ধন করে র্যালির শোভা ।

বাংলাদেশ আনুজমানে তালামীযে ইসলামিয়ার পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর উদ্যোগে আয়োজিত এ র্যালীতে নেতৃত্ব দেন উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতী গিয়াস উদ্দিন  চৌধুরী ফুলতলী, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এম এ মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্জ বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ , বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী।

এর আগে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভায় র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬