,
শিরোনাম
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ কোটা আন্দোলনকে সমর্তন জানিয়ে জগন্নাথপুরে দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে জননেতা আশরাফুল ইসলামের অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্র হতদরিদ্র দুই শতাধীক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেড ব্লাড সিলেট এর  শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ নিউইয়রকে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক সম্পন্ন : সভাপতি মাহফুজ আদনান, সাধারন সম্পাদক আবু সাদেক রনি ‘রেড ব্লাড সিলেট’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলায় রেল সংযোগ প্রসঙ্গে জগন্নাথপুরের কলকলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির বই উৎসব জগন্নাথপুরে ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির শুভ উদ্বোধন

শাহ্জালাল ( রঃ) মাজারে উরুস উপলক্ষে ৩দিন বন্ধ থাকবে আম্বরখানা-চৌহাট্টা সড়ক

মোঃ হুমায়ূন কবীর ফরীদি#

৩৬০ আউলিয়ার অন্যতমহযরত শাহজালাল (র.) মাজারের উরুস মোবারক উপলক্ষ্যে টানা ৩দিন বন্ধ থাকবে সিলেট নগরীর আম্বরখানা-চৌহাট্টা সড়ক। আগামী ১১ আগস্ট দুপুর থেকে ১৩ আগস্ট দুপুর পর্যন্ত ঐ সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। আজ বুধবার জারি করা এক গণ বিজ্ঞপ্তি উরুস- এ আগত ভক্তবৃন্দের ব্যাগ, পোটলা নিয়ে না আসারও অনুরোধ জানিয়েছে এসএমপি। আত্ব্যাধীক রাজধানী সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এই গণবিজ্ঞপ্তির কথা জানান। আগামী ১২-১৩ আগস্ট হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৮ তম পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হবে। উরুস মোবারক সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিলেট মহানগর এলাকার জনসাধারণকে কিছু নির্দেশনাবলী অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাবলীর মধ্যে রয়েছে- পবিত্র উরুস মোবারক এ আগত ধর্মপ্রাণ জনসাধারণকে ব্যাগ, পোটলা, টিফিন ক্যারিয়ার বা এতত জাতীয় কোন বস্তু বহন না করা। কোন অপরিচিত ব্যক্তি, অজ্ঞান পার্টির নিকট হতে কোন খাদ্যদ্রব্য গ্রহণ না করা। নগদ অর্থ, স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান দ্রব্যাদি সর্তকতার সাথে বহন করার জন্য অনুরোধ করা হলো। সকল ধরণের প্রতারকদের বিষয়ে সর্তক থাকা। পুরুষ ও নারী পকেটমার হতে সাবধান থাকা। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে জরুরী ভিত্তিতে পুলিশ কন্ট্রোলরুম মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮ সমূহে যোগাযোগ করা এবং উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে অবহিত করা। হারানোও প্রাপ্তি সংবাদের জন্য মাজার সংলগ্ন সংশ্লিষ্ট বুথে যোগাযোগ করা। এছাড়া যানবাহনও ট্রাফিক ব্যবস্থাপনায় সিলেট মহানগর এলাকায় হযরত শাহজালাল (রহঃ) মাজার ও তার আশপাশ এলাকায় কোন যানবাহন পার্কিং না করা ওরশ চলাকালীন সময়ে আম্বরখানা- চৌহাট্টা রাস্তা, দর্শন দেউরী হতে ঝর্ণারপাড় রাস্তা, রাজার গলি হতে মাজারের প্রধান গেইট পর্যন্ত রাস্তা, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ হতে ঝর্ণারপাড় রাস্তা ও আলিয়া মাদ্রাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট হতে মিনার গেইট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া উরুশ চলাকালীন মাজার সংলগ্ন এলাকায় বসবাসকারী জনসাধারণ সুনির্দিষ্ট/উপযুক্ত তথ্য প্রদান করে যানবাহন প্রবেশ করতে পারবে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০৪
  • দুপুর ১২:০৮
  • বিকাল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৪৯
  • রাত ৮:১১
  • ভোর ৫:২৪