,
শিরোনাম
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ কোটা আন্দোলনকে সমর্তন জানিয়ে জগন্নাথপুরে দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে জননেতা আশরাফুল ইসলামের অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্র হতদরিদ্র দুই শতাধীক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেড ব্লাড সিলেট এর  শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ নিউইয়রকে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক সম্পন্ন : সভাপতি মাহফুজ আদনান, সাধারন সম্পাদক আবু সাদেক রনি ‘রেড ব্লাড সিলেট’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলায় রেল সংযোগ প্রসঙ্গে জগন্নাথপুরের কলকলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির বই উৎসব জগন্নাথপুরে ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির শুভ উদ্বোধন

ওসমানীনগরে পুলিশের উপস্থিতিতে বর-কনের পলায়ন

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বাল্য বিয়ে প- করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গোয়ালাবাজার সাদী মহল কমিউনিটি সেন্টারে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনে কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যায়।
জানা যায়, শেরপুর আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কারীমা আক্তার সুমাইয়া (১৪) বিয়ে ছিলো নবীগঞ্জ উপজেলার রাধাপুর গ্রামের মৃত ইর্শ্বাদ উল্যার ছেলে মো. শাহীন মিয়া (৩৫) সাথে। পূর্ব তারিখ অনুযায়ী সোমবার সকালে সাদী মহল কমিউনিটি সেন্টারে মেহমান আসাও শুরু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বর-কনে পালিয়ে বর কনে পালিয়ে য়ায়। থানা পুলিশ এ বিয়েকে বাল্য বিয়ে ঘোষণা করে আগত মেহমানদের সেন্টার থেকে বের করে দেয়। কনে কারীমা আক্তার সুমাইয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের কাজল মিয়ার মেয়ে ও বর শাহীন মিয়া (৩৫)নবীগঞ্জ উপজেলার রাধাপুর গ্রামের মৃত ইর্শ্বাদ উল্যার ছেলে। বর বর্তমানে সিলেট জেলার দক্ষিণ লাউয়াল এলাকায় বসবাস করে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. সহিদ উল্যাহ বলেন, বাল্য বিয়ের উদ্যোগ প- করা হয়েছে। এ বিয়ে যাতে আগামীতে না হয় জন্য উভয় পক্ষের অভিভাবককে বর-কনের বয়স প্রমাণ নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
উল্লেখ্য, বর-কনে উভয়ে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার বাসিন্দা হলেও প্রশাসনিক ঝামেলা এড়াতে ওসমানীনগরের গোয়ালাবাজারে গোপনে বিয়ের আয়োজন করা হয়। এলাকার অনেকেই এ বিয়ে ব্যাপারে জানেন না।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০৪
  • দুপুর ১২:০৮
  • বিকাল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৪৯
  • রাত ৮:১১
  • ভোর ৫:২৪