নিজস্ব প্রতিবেদক# পরিবহণ ও হোটেল শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে আজ বুধবার ১৮ (অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলায় পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেট জেলার সকল পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল প্রায় ৫ ঘটিকার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ের সামনে এক সভায় এ ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক। এসময় তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী তিন বার পরিবহণ শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। পরিবহণ শ্রমিকরা নিরাপত্তার অভাবে কর্মবিরতী ও কাল (বুধবার) থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাই তাদের পক্ষে আমি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন পরিবহণ মালিক ঐক্য সমিতির সভাপতি জমির আহমদ, সহ-সভাপতি হেলাল মিয়া, ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দীলু মিয়া
More News Of This Category