নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বোরহানাবাদ কুশিঘাটে বড় ভাইয়ের লাশ মেডিকেল থেকে বাড়ীতে এনেই হার্ট এটাক করে ছোট ভাইও মৃত্যুবরণ করেছেন।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০২ নভেম্বর) বেলা রাত আনুমানিক পৌনে ১টার দিকে।
জানা যায়,বড় ভাই কয়সর আহমেদ হার্ট এটাক করে দীর্ঘদিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।চিকিৎসাধীন থাকা অবস্থায় কয়সর আহমেদ গতকাল রাত আনুমানিক ১২টার দিকে মৃত্যুবরণ করেন।এসময় বড় ভাইয়ের লাশ বাড়ীতে এনেই হার্ট এটাক করে মৃত্যুর কুলে ঢলে পড়েন ছোট ভাই কয়েছ আহমেদও।তাৎক্ষণিকভাবে কয়েছ আহমেদকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উভয়ই স্হানীয় বোরহানাবাদের কুশিঘাট নিবাসী মরহুম চান্দু মিয়ার ছেলে।বড় ভাইয়ের অসুস্থতায় ছোট ভাই কয়েছ আহমেদ পরিবারের হাল ধরেছিলেন বলে জানা যায়।এই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুম সহোদর দুই ভাইয়ের জানাজার নামাজ আজ বাদ আসর বোরহানাবাদের কুশিঘাট কেন্দ্রীয় জামে মসজিদে সুসম্পন্ন করা হবে বলে জানা গেছে।
More News Of This Category