নিউজ ডেস্ক:
সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলা উদ্দিন ওরফে আলা নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল হামিদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া আলা ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী গোলাম রব্বানী ও আব্দুল হামিদের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাথাড়ি ঘাই মেরে আলাকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
More News Of This Category