নিউজ ডেস্ক: বিশ্বনাথের নাম সর্বস্ব একটি অনলাইন নিউজ পোর্টালে গত ১৮জুন,” বিশ্বনাথে ১০টা মূল্যের চাল হরিলুট”শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিশ্বনাথের ১নং লামাকাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মো:মখছুছ মিয়া (মিলন)মেম্বার।
মঙ্গল বার (২৩জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন,
“৬নং ওয়ার্ডের ইসবপুর গ্রামের জৈনেক ব্যক্তি আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে
হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মিথ্যা অভিযোগ তুলে আমাকে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন,প্রকাশিত সংবাদটি তারই হীন উদ্দেশ্যে করা
সম্পূর্ণ মিথ্যা ভানোয়াট ও ভিত্তিহীন।
মিলন মেম্বার বলেন, সেচ্ছাচারিতা ও
স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে
সততার সাথে ৬নং ওয়ার্ডের মানুষের জন্য দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছি।অসংখ্য মামলা-মোকদ্দমা বিশ্বনাথ থানা পুলিশের কাছ থেকে এনে আপোষ মীমাংসা করে দেন,এতে বিবাদমান দু’পক্ষ-ই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়।তার এই ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারে বড় বড় ঝামেলা সহজেই সমাধানের সুনাম ছড়িয়ে পড়ে ইউনিয়ন জুড়ে,যা কুচক্রি মহলের হজম হচ্ছে না।এতে ঐ কুচক্রি মহল অন্ত:জ্বালায় মরিয়া হয়ে অপপ্রচার করছে,ঐ সকল অসৎ লোকের
হীন স্বার্থ হাছিল করতে না দেওয়ার কারণে,তারা এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন মো:মখছুছ মিয়া মেম্বার।
তিনি আরো বলেন,কার্ডের চাল ডিলার বন্টন করে,আমরা শুধুমাত্র দেখভাল
করি,চাল যখন আসে সবাই নিজ নিজ কার্ড সাথে নিয়ে আসে এবং নির্ধারিত চাল নিয়ে চলে যায়।এটা অত্যন্ত সুষ্টু ও সুষম ভাবে বন্টন করে আসছেন প্রায় ৪বছর ধরে,কোনদিন কেউ কোন অভিযোগ করে নাই।কিন্তু নির্বাচনের মাত্র বছরখানেক বাকী,এর আগেই সরগরম হয়ে উঠছে বিরুদ্ধে থাকা গুটি কয়েকজন কুচক্রি ব্যাক্তি।নির্ধারিত সময়ে নির্দিষ্ট তালিকাভুক্ত ব্যাক্তির চাল হওয়ার কারণে কারো এতে বন্চিত হবার কোন সুযোগ নেই,এই অপপ্রচারে কাউকে কান না দিতে আহবান করেন মিলন মেম্বার।
মিলন মেম্বার আরো বলেন,হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ঐ কুচক্রি মহল গনমাধ্যম কর্মীদের ভুলতথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনে উৎসাহিত করছে। প্রকৃতপক্ষে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।১০টাকার চাল নিয়ে যে,দু’জন
ব্যক্তি অভিযোগ তুলে আমাকে জড়ানোর অপচেষ্টা করছে তা সেই ষড়যন্ত্রেরই অংশ।
তিনি বলেন, একটি চক্র ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। সেই আশা তাদের কোনদিন পূরণ হবে না। কারণ ৬নং ওয়ার্ডের সম্মানিত জনগণ আমার সাথে আছে। আমাকে জড়িয়ে যে বিভ্রান্তিকর ভূয়া তথ্য প্রকাশ করা হয়েছে তা যে উদ্যেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রকারীদের মদদে পরিবেশন করা হয়েছে তা একেবারেই পরিস্কার। কারণ আমার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও আমার কোন বক্তব্য নেয়া হয়নি। আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।
প্রতিবাদলিপিতে মো:মখছুছ মিয়া (মিলন)মেম্বার আরো বলেন,সুষম বন্টনে ১০টাকার শুধু চাল নয়,এই সংক্রান্ত যেকোনো সংবাদ পরিবেশনের তার সাথে যোগাযোগ করার জন্য সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। সঠিক সংবাদ পরিবেশনে তথ্য উপাত্ত দিয়ে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন তিনি।
More News Of This Category