সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক দল ও ব্যাক্তি উদ্যোগে প্রতিনিয়ত জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধক জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলকলিয়ায় স্প্রে করা হয়েছে।
দেশব্যাপী করোনাভাইরাস আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন জনসাধারণ। মরুনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক মনোনীত ১নং কলকলিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড এর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবক শাহজাহান মাহমুদ, সাইদ আল ফয়সল ও রাজা মিয়ার উদ্যোগে ১ লা এপ্রিল দিনভর কলকলিয়া বাজার, শাহজালাল মহাবিদ্যালয়, কলকলিয়া বাসস্ট্যান্ড, কাদিপুর পয়েন্ট, কাদিপুর নিমাই আশ্রম, সাদিপুর পয়েন্ট ও ৫ নং ওয়ার্ড এর সকল শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল স্থান এবং মসজিদ, মন্দির সহ সকল দোকানপাটের আঙ্গিনায় জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়েছে।
এসময় জনসাধারণের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করার পাশাপাশি সচেতন হওয়ার আহবান জানিয়ে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া ও স্বেচ্ছাসেবক কমিটির কর্মী বৃন্দ বলেন, আপনারা বিনা প্রয়োজনে বাজারে আসবেন না। লোক সমাগম এড়িয়ে চলবেন। মাস্ক ব্যবহার করবেন। সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবেন। বিনা প্রয়োজনে বাইরে না আসতে সকলের প্রতি অনুরোধ জানান।
স্প্রে ছিটানো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া, দৃৃৃক নিউজ২৪.কম এর সম্পাদক ও কলকলিয়া ইউপি ৬নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক মোঃ জামাল হোসাইন। দৈনিক আগামীর সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি, দৈনিক জনতার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জগন্নাথপুর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম এর যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ হুমায়ূন কবীর ফরীদি, পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি মোঃ আবু তাহের মোমেন।
More News Of This Category