,

কুমিল্লায় যুবক অন্তঃসত্ত্বা !

দৃক নিউজ২৪, অনলাইন ডেস্ক:- কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবকের হেপাটাইটিস বির পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়ে ‘অন্তঃসত্ত্বা’র প্রতিবেদন পাওয়ার ঘটনা তদন্তে সত্যতা পেয়েছে কমিটি।

গতকাল বুধবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাবিবুর রহমান।

হেপাটাইটিস ‘বি’র পরীক্ষা করতে দিয়ে যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’
হেপাটাইটিস ‘বি’র পরীক্ষা করতে দিয়ে যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’

সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য হেপাটাইটিস বির পরীক্ষার জন্য রক্তের নমুনা দেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। এরপর নমুনা পরীক্ষা প্রতিবেদনে আসে, তিনি অন্তঃসত্ত্বা। ৩ মার্চ তাঁকে এ প্রতিবেদন দেওয়া হয়। এ নিয়ে ৫ মার্চ প্রথম আলোর অনলাইন ও ৬ মার্চ পত্রিকাটির ছাপা সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় গত রোববার আরএমও মো. হাবিবুর রহমানকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান এ তদন্ত কমিটি গঠন করেন। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, তিনি এখনো তদন্ত প্রতিবেদন পাননি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে পরীক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

(সূত্র প্রথম আলোর খবর)

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩০
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৪:২৩
  • সন্ধ্যা ৬:১১
  • রাত ৭:২৫
  • ভোর ৫:৪২