নিজস্ব প্রতিবেদক #
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় বিগত বুধবার (১৩ সেপ্টেম্বর) নিজ দলেরকর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো: মাসুম (২৪) খুনের ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের হয়েছে।এ মামলায় এম সি কলেজ শাখা ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীকে প্রধান আসামী করে ১০জনের নাম উল্লেখ করে এবংঅজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করা হয়েছে।
সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মাছুমের মা আছিয়া বেগম সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়রের পর থেকেই আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
More News Of This Category