মোঃ হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি, ২০ এর আগে গর্ভধারণ নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে ৩রা ডিসেম্বর রোজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো একরামুল হকের পরিচালনায় এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর ।
সেবা ও প্রচার সপ্তাহের তথ্য মূলক বক্তব্য রাখেন , পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ( এম সি এইস এফ পি) ডা: শেখ মো: মনিরুজ্জান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা আকমল খাঁন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সাংবাদিক মো: আব্দুল হাই ও জুয়েল আহমদ প্রমূখ। শুরুতে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন আহমদ , গীতা পাঠ করেন পৌর শহরের পরিবার পরিকল্পনা পরিদর্শক অঞ্জন কুমার চৌধুরী । সভায় পরিবার পরিকলল্পনা কার্যালয়ের প্রধান সহকারি নির্মল চন্দ্র দাস সহ ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ,পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারি বৃন্দ এবং বিভিন্ন পেশা জীবির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রধান অথিতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেছেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে দেশের সামগ্রীক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । তিনি জনসংখ্যা প্রতিরোধ, গর্ভবতি মা , শিশু কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষে পরিবার পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা , পরিদর্শক, পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারিদের প্রতি গুরুত্বারোপ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সমগ্র উপজেলার স্বাস্থ্য কেন্দ্র গুলোর উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: একরামুল হক জানান, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সপ্তাহ ব্যপি বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে অনুষ্টিত হবে ।
জামাল/এস/এস
More News Of This Category