নিজস্ব প্রতিবেদক:- সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম. রশীদ আহমদের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে সাবেক ছাত্রনেতা ফারুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। এছাড়াও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাউজিং এস্টেট গেইটের সামনে হঠাৎ করে রশীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ধারালো অস্ত্র দিয়ে তারা রশীদকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
‘আহত এম রশীদ আহমদকে সন্ত্রাসীরা দুই হাতে, ঘাড়ে এবং বুকের বামপাশে কুপিয়েছে। দেশীয় অস্ত্রের আঘাতে তার শরীরের ৩টি স্থানে ভেঙে গেছে।’ সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা পৌণে ১ টা পর্যন্ত রশীদ আহমদের শরীরে অস্ত্রোপচার চলে। তবে এখন তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
More News Of This Category