মোঃ হুমাযূন কবীর ফরীদি#
জগন্নাথপুরের কলকলিয়া গন পাঠাগারের নাম পরিবর্তন করে নতুন নাম ” শহীদ মুক্তি যোদ্বা গিয়াস উদ্দিন যাদুঘর ও পাঠাগার ” নামকরন করা হচ্ছে বলে জানিয়েছেন কলকলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল হাসিম।
প্রকাশ, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথ পুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের বর্তমান জনাব আলহাজ্ব আব্দুল হাসিম গত শুক্রবার (১১ ই আগষ্ট) বেলা প্রায় ৩ ঘটিকার সময় কলকলিয়া গন পাঠাগার পরিদর্শন করেন। এ সময় উনার সাথে ছিলেন ইউপি সদস্য আঃ হাসিম, ইউপি সচিব সামছুল আলম আলীনুর প্রমুখ। পাঠাগারের দরজায় লাগানো তালার চাবি তিনির কাছে না থাকায় তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। রুমের ভিতরে প্রবেশ করে দেখা যায় ৪ টি চেয়ার, ১ টি টেবিল ১টি ১ টি আলমিরা ও দুইটি সেলফ ( সকেস)। চেয়ার টেবিল অগোচালো সেলফ ( সকেস) দু,টির মধ্যে একটিতে কিছু বই থাকলেও অন্যটি সম্পূর্ণ খালি। মেঝেতে ময়লা আবর্জনার স্তুপ।
এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল হাসিম বলেন, কলকলিয়া গন পাঠাগার এর নাম পরিবর্তন করে কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশানিবাসী মোঃ গিয়াস উদ্দিন ৭১ এর রনাঙ্গনে পাকবাহিনীর বিরুদ্ধে সমরযুদ্বে আত্মত্যাগ করেছেন। তাঁর স্মৃতি ধরে রাখার লক্ষ্যে পাঠাগারের বর্তমান নাম পরিবর্তন করে ” শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জাদুঘর ও পাঠাগার” নামকরন করা হচ্ছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, কলকলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান সাহেবের সময়ে কলকলিয়া গন পাঠাগার উদ্বোধন হলে কিছু দিন খোলা থাকলেও পরে বন্ধ হয়ে যায় । বিগত প্রায় ৪ বছর পর বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল হাসিম পাঠাগার পরিদর্শন করলেন।
More News Of This Category