দৃক নিউজ২৪ ডেস্ক:- শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ফলে এখন থেকে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে আর ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা।
এ আদেশে বলা হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ভেতরে-বাইরে ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনযোগী হতে পারছে না।
শ্রেণিকক্ষে কার্যকরী পাঠদান কার্যক্রম শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশ দেয় অধিদফতর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
উল্লেখ্য, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার আদেশ দিয়ে গত জুলাই মাসে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সে নির্দেশনা কেউ মানছেন না বলে অভিযোগ রয়েছে।
More News Of This Category