নিজস্ব প্রতিবেদক # শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি আবেদন আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা শুরু হয়ে চলবে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
এ বছর কোটাছাড়া সর্বমোট ১৫৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষার্থীদের পছন্দের বিষয়গুলোতে রেজিস্ট্রেশনের সুবিধার্থে এ ও বি ইউনিটের বিভাগগুলোকে কয়েকটি সাব-ইউনিটে (এ , বি-১, বি-২) ভাগ করা হয়েছে।
যদি কোনো শিক্ষার্থী এ ও বি উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
এসব সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে- যে কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে ওই ইউনিটের অন্য সাব-ইউনিটে আর আবেদন করা যাবে না।
জানাযায়, আবেদন করার জন্য যে কোনো প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সন, এসএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সন এবং সাব-ইউনিটের কী ওয়ার্ড লিখে (এ, বি-১, বি-২) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
(উদাহরণ, সিলেট বিভাগের পরীক্ষার্থীর ক্ষেত্রে SUST <space> SYL <space> 123456 <space> 2017 <space> SYL <space> 654321 <space> 2015 <space> A।)
এছাড়া কোটায় আবেদন করতে সাব-ইউনিটের পরে কোটা কোড (FFQ-মুক্তিযোদ্ধা সন্তান, EMQ-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা/ হরিজন-দলিত, DIQ-প্রতিবন্ধী, WAQ – পোষ্য, BKQ- বিকেএসপি) উল্লেখ করতে হবে।
উদাহরণ SUST <space> SYL <space> 123456 <space> 2017 <space> SYL <space> 654321 <space> 2015 <space>A<space> FFQ ।
ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৬/২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি (সাধারন/কারিগরি) /আলিম/ ডিপ্লোমা ইন কমার্স/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ সমমান এবং ২০১৪/২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি (সাধারন ও কারিগরি)/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১২/২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যেসব ছাত্রছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি সমমান পরীক্ষায় পাস করেছে তারা এ ও বি ইউনিটে এবং অন্যরা শুধু এ ইউনিটে আবেদন করতে পারবে।
এ ইউনিটে আবেদন করার জন্য এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩ সহ মোট ৬.৫ থাকতে হবে।
বি ইউনিটে আবেদন করার জন্য এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে।
More News Of This Category