,

রাজশাহীতে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

দৃক নিউজ২৪, ডেস্ক:- রাজশাহীতে পুলিশের ওপর হামলা মামলায় জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শাহমখদুম থানার নায়েবে আমির হাফিজুর রহমান (৬০), ইদুল হোসেন (৪৫), আবু হেনা মো. আহসান উদ্দিন (৩৮), মো. শিমুল (২৬), মো. হোসাইন রিফাত (২১) ও মো. বাকী বিল্লাহ (৫৭)।

রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, দুপুরে উপশহর মোড়ে বিক্ষোভ মিছিলের জন্য অবস্থান নেয়। পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় তাদরে গ্রেফতার করা হয়।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১০
  • দুপুর ১১:৫১
  • বিকাল ৩:৩৫
  • সন্ধ্যা ৫:১৪
  • রাত ৬:৩২
  • ভোর ৬:২৪