নিজস্ব প্রতিবেদক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই কার্যক্রম চলছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসছে দলীয় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। চূড়ান্ত করা হচ্ছে আগামী নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি। বিভিন্ন বিভাগে প্রার্থী চূড়ান্ত করা হলেও কৌশলগত কারণে আওয়ামী লীগ তাদের নাম একসাথে প্রকাশ করবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন রোববারের মধ্যেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। এদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন ঘিরে সুনামগঞ্জে চলছে নানা জল্পনা-কল্পনা।
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ইতোমধ্যে নৌকার মাঝি হতে ৪৩ জন মনোনয়ন প্রাপ্তির আশায় রয়েছেন। প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের দৃষ্টিও সেদিকেই। সবার আগ্রহ কোন আসনে কে হতে যাচ্ছেন নৌকার মাঝি। নতুন মুখ কারা আসছেন, আর ছিটকে পড়ছেন কারা। এছাড়া রয়েছে নানা গুঞ্জন। অপরদিকে, মনোনয়নপ্রত্যাশীরাও বসে নেই। মনোনয়ন লড়াইয়ের শেষ মুহূর্তে তারা লবিংয়ে ব্যস্ত রয়েছেন।
জানা গেছে, দলের বিতর্কিত এমপি ও মন্ত্রী বাদ দিয়ে সে আসনে ক্লিন ইমেজের প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই এমপি-মন্ত্রীদের সতর্ক করে আসছিলেন। যারা জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন, তারা মনোনয়ন পাবেন।
এদিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, জেলার ৫টি আসনের মধ্যে তিনটিতেই চমক থাকবে। সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির বদলে আওয়ামী লীগের নৌকার প্রার্থী থাকতে পারে।
চমক থাকতে পারে সুনামগঞ্জ-৩ আসনে । এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন , যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম আশরাফ।
নব্বই দশকের তখোর ছাত্রনেতা মো: আশরাফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই রাজনীতিতে যুক্ত আছি এবার প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছি নেত্রী যদি মনোনয়ন দেন তবে এলাকার মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
More News Of This Category