নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের নাদামপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গ্রামের ৩ (তিন) টি স্কুলের ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেন্সিল, ইরেজার, স্কেল ও কাটার ) বিতরন করা হয়।স্থানীয় প্রায় ১০০জন গরীব ছাত্র/ছাত্রীর মধ্যে এই উপকরণ বিতরন করা হয়।
জানা যায়, পড়ব মোরা গড়ব দেশ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার বেলা ২ ঘটিকায় নাদামপুর বাতায়ন পাঠাগার ও নাদামপুর সমাজকল্যাণ পরিষদের কার্য্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়। নাদামপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নোমান আহমদ সাদির সভাপতিত্ব ও সাংগঠিনক সম্পাদক সালমান হুসেনের পরিচালনায় শিক্ষা উপকরণ গ্রহন করেন আরব আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী রানী, এবং ওয়ারিদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষক সামছুদ্দিন।এছাড়া ও উপস্থিত ছিলেন নাদামপুর সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা জনাব সাজ্জাদ মিয়া, সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য জোবায়ের আহমদ, জাহিদ হাসান, ফাহিম আহমদ, জেবু মিয়া, শিপন আহমদ, বেলাল আহমদ, মতিউর রহমান, গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আজিজুল, রাসেদ, আ.হান্নান প্রমূখ।
(
More News Of This Category