হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে এবার এইচএসসিতে পাসের হার ৯৬.২২ শতাংশ ও আলিমে ৯২.২৩ শতাংশ। আজ ১৩ ই ফেব্রুয়ারী রোজ রবিবার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোট ৯টি কলেজ এর ১হাজার ২ শত ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২ শত ৪৬ জন। অকৃতকার্য হয়েছেন ৪৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ১১ জন। তমধ্যে শাহজালাল মহাবিদ্যালয়ে ১ জন, জনগন সরকারি ডিগ্রি কলেজে ৬ জন, রানীগঞ্জ কলেজে ৩ জন, নয়া বন্দর স্কুল এন্ড কলেজে ১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা বোর্ড এর অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ৪ শত ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৩ শত ৮০ জন কৃতকার্য হয়েছে। এতে পাশের হার ৯২.২৩ শতাংশ। তমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। হলিয়ারপাড়া আলিম মাদ্রাসা ২ জন ও সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিম মাদ্রাসার ২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।