নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরের কলকলিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান বালিকান্দি আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
১১ই জানুয়ারী মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত করেছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রঃ) এর সুযোগ্য নাতি হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি।
মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম।
সভাপতির সংকিপ্ত বক্তব্যে জনাব আশরাফুল ইসলাম বলেন, দ্বীনি শিক্ষা গ্রহনের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মুসলমান তাই দ্বীনি প্রচার প্রচারণায় অংশগ্রন করা আমাদের নৈতীক দায়ীত্ব। তাই সকলের অংশগ্রহনে এসমস্থ দ্বীনি কাজ আঞ্জাম দেওয়া আমাদের দায়ীত্ব।
জনাব আশরাফ বালিকান্দি কেন্দ্রীয় মসজিদের সৌন্দর্য্য বর্ধন ও প্রাসঙ্গিক কাজের জন্য তাহার পিতা বালিকান্দি আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সাবেক প্রধান শিক্ষক মরহুম মাওলানা এমদাদুর রহমানের মাগফেরাত কামনায় ৫ লক্ষ টাকা এবং তারি চাচা বিশিষ্টি শিক্ষানুরাগী মরহুম মন্তাজুর রহমান এর পরিবারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা সহ মোট ১০লক্ষ টাকা অনুদান দেন। এবং আগামি মাহফিলের জন্য শিরনি বাবত একটি গরু ও স্টেইজ দেওয়ার প্রতিজ্ঞা করেন।
মাহফিলে অন্যানদের মধ্যে নসীয়ত পূর্ণ বয়ান পেশ করেন হযরত মাওলানা মোঃ জাহাঙ্গির আলম শামসুদ্দিন (যশোরী), শায়েখা আলা হযরত মাওলানা আব্দুল জব্বার মন্ডলপুরী, বারহাল ডিগ্রি কলেজের প্রভাষক হযরত মাওলানা তরিকুল ইসলাম সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম বৃন্দ।
More News Of This Category