,

দুই শতাধিক পথশিশুকে ঈদের পোশাক দিলো ইসলামী আন্দোলন

দৃক নিউজ২৪, ঢাকা:- রাজধানীতে সুবিধাবঞ্চিত দুই শতাধিক পথশিশুর মাঝে ঈদ পোশাক বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

রোববার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন চত্বরে এ পোশাক বিতরণ কর্মসূচি হয়।

এতে সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের উপর আবশ্যকীয় কর্তব্য। দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

কর্মসূচিতে অংশ নেন মহানগর দক্ষিণ সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডা. মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শাহাদাত হোসাইন প্রধানিয়া, শফিকুল আমীন খান, নগর ও পল্টন থানা নেতৃবৃন্দ।

কর্মসূচিতে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে পথশিশু ও সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদ উদযাপন করবেন নেতৃবৃন্দ। এসময় তারা পথশিশুদের সঙ্গে বসে ঈদের খাবার খাওয়াসহ ঈদের খুশিতে অংশ নেবেন।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩০
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৪:২৩
  • সন্ধ্যা ৬:১১
  • রাত ৭:২৫
  • ভোর ৫:৪২