নিজস্ব প্রতিবেদক:- জেলার তৃতীয় লিঙ্গের মানুষদের পবিত্র কোরআন শিক্ষা, ইসলামিক জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সুনামগঞ্জে এই প্রথম বারের মতো চালু হলো দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। রোববার বিকেলে শহরের কাজীর পয়েন্ট এলাকায় মাদ্রাসার উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত। জেলার তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই মাদ্রাসা।
এই মাদ্রাসায় তৃতীয় লিঙ্গের মানুষরা কায়দা, সিফারা কোরআন শরীফ পড়ানো হবে। দুই জন ধর্মীয় শিক্ষক পর্যায়ক্রমে সার্বক্ষনিক জেলার চারশতাধিক তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ধর্মীয় পুস্তক, নামাজ, রোজা সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা জানান, হিজরা হওয়ায় তারা কোথাও ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারেননি। এখন মাদ্রাসা থেকে তারা শিক্ষা গ্রহন করবেন। দাওয়াতুল কোরআন তৃতীয় লিংগের মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ বলেন, সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দিতে তাদের এই আয়োজন।
হিজরা কল্যাণ সংস্থা সভাপতি সুমনা আক্তার কালা হিজরা বলেন, আগে হিজরাগণ নামাজ কালাম পড়ার সুযোগ পেতেন না, এখন তারা পাবেন। বিশেষ অতিথির বক্তব্য রাথেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, হাফিজ আতাউর রহমান লস্কর, হাফিজ মাও: নুর হোসাইন, মাও: ফয়জুন্নুর ফয়েজ, মুকুল বক্স,দাওয়াতুল কোরআন তৃতীয় লিংগের মাদ্রাসার পরিচালক এম.মাহফুজুর রহমান (সজিব) ও সহকারি পরিচালক হাফিজ আব্দুল কাইয়ুম সৌরভ চৌধুরী প্রমুখ।
More News Of This Category