দৃক নিউজ২৪ ডেস্ক:- ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি, টেকনিক্যাল ও ডিপ্লোমা কারিকুলামে ভর্তির আবেদন এবং নিবন্ধন ফি বিকাশ অ্যাপ থেকে দেওয়া যাচ্ছে।
অনলাইনের মাধ্যমে সব শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন করা যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
পরবর্তী ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিবন্ধন ফিও বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধ করা যাবে।
যেভাবে বিকাশ করা যাবে আবেদন ফি
বিকাশ অ্যাপে আবেদন ফি দিতে পে-বিল অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission) ট্যাপ করতে হবে। এরপর বোর্ডের নাম, পাসের বছর সিলেক্ট করে রোল ও মোবাইল নম্বর দিতে হবে। ফি’র পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে।
পরবর্তীতে বিকাশ পিন নম্বর দিয়ে ট্যাপ করে লেনদেন শেষ হলেই ম্যাসেজ এবং ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী। বিকাশ নম্বরে একটি এসএমএসও পাওয়া যাবে, যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।
একইভাবে বিকাশ অ্যাপের পে-বিল অপশনে গিয়ে ডিটিই (DTE) বা বিটিইবি (BTEB) সিলেক্ট করে একই প্রক্রিয়ায় টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তির আবেদন ফি দেওয়া যাবে।
এছাড়া xiclassadmission.gov.bd লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। আর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আবেদন এবং নিবন্ধন ফি বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধ করা যাবে।
More News Of This Category