নিজস্ব প্রতিবেদক:ইসলামিক ফাউন্ডেশন,সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, জগন্নাথপুর উপজেলা এর আয়োজনে মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার, সকালে সুর্য্য উদয়ের সাথে সাথে মডেল রিসোর্স সেন্টার, সাধারণ রিসোর্স সেন্টার ও ৮৫ টি মউশিক কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচির সুচনা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী ও বীর মুক্তিযোদ্ধা আসলাম উল্লাহ তাদের যুদ্ধকালীন বর্ণনা ও স্বরনীয় ঘটনাবলী নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মোশাহিদ, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশনের নয়াবন্দর সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রানিগঞ্জ সাধারন রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মোঃ শিশু মিয়া,মউশিক শিক্ষক সমিতির সভাপতি মাও: ফজলুল করিম, সাধারন সম্পাদক আশরাফ আলী, শিক্ষক হাফিজ শমছু মিয়া সুজল, মোঃ জামাল হোসাইন সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের সকল ইউনিয়ন প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।
জামাল/এস/এস
More News Of This Category