গোলাপগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুর ১২ টায় গোলাপগঞ্জ উপজেলার বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোটকে কেন্দ্র করে ছাত্রলীগ পুলিশ বিএনপি ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে ছাত্রলীগের কর্মী শাহিন আহমদ ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিলো। দুপুর আনুমানিক ১২ টার দিকে কিছু বহিরাগত সন্ত্রাসী ভোট কেন্দ্রে দেশীয় অস্ত্র সহ প্রবেশ করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। সেখানে উপস্থিত বিএনপি কর্মীরা এতে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ারয়াশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে৷
এতে সন্ত্রাসীরা পালটা গুলি ছুড়লে পুলিশও গুলি ছুড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ। আহত হয় প্রায় অর্ধশত। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর বিজিবির সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং পিস্তল সহ পুলিশের উপর আক্রমণ করলে পালটা গুলি চালায় পুলিশ। এতে শাহীন আহমদ নামের এক যুবকের গায়ে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায়। লাশটি পুলিশ হেফাজতে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।
More News Of This Category