দৃক নিউজ২৪, ডেস্ক:- দেশে বর্তমানে বন্যা আক্রান্ত জেলা ১৮টি। এর মধ্যে ১০ জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অন্যদিকে আট জেলায় স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। স্থিতিশীল থাকতে পারে ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিও।
অন্যদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশপাশের নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ অবস্থায় বাংলাদেশ ও বাংলাদেশ সংলগ্ন ভারতীয় বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত কক্সবাজারে ১০০, বান্দরবানে ৭৪, লামায় ৫৩, বরিশালে ৭৯, নাকুয়াগাঁওয়ে ৫৬ ও চট্টগ্রামে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ সংলগ্ন ভারতীয় অংশের গ্যাংটকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
১৭টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার উপরে পানি রয়েছে ২৭টি স্টেশনে।
More News Of This Category