নিজস্ব প্রতিবেদক:- করোনা প্রতিরোধের জগন্নাথপুরের সামাজিক সংগঠন বালিকান্দি ছাত্র ও সমাজ কল্যাণ এর পক্ষ থেকে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটালো হলো কলকলিয়া বাজারে।
রবিবার (৩০শে মার্চ) রাতে বাজারের উত্তর দিক থেকে এই পানি ছিটানো কার্যক্রম শুরু হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মু. জামাল হুসাইন এর অর্থায়নে ব্লিচিং পাউডার মেশানো পানি বাজারে গলি, মার্কেট, ইউনিয়ন ভূমি অফিস সহ গুরুত্বপূর্ণ স্থানে এই পানি ছিটানো হয়।
এ সময় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দিলোয়ার হোসেন হোসেন জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ব্লিচিং পাউডারের সঙ্গে পানি মিশিয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ছিটানো হচ্ছে যা করোনা প্রতিরোধে ভূমিকা রাখবে।
এদিকে জগন্নাথপুরের কলকলিয়ায় করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন এর সাথে কাজ করছে বিভিন্ন সামাজিক সংগঠন। এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাটসহ যানবাহন।
পরিষদের সাধারণ সম্পাদক মু. জামাল হুসাইন জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সামান্যতম কাজ এই কাজে আমাকে সহযোগিতা করেছেন ঘিপুরা গ্রামের ছামির মিয়া, মোজাম্মিল হক, পরিষদের সদস্য সানাওার হোসেন।
আমরা এই দূর্যোগ মোকাবেলায় সংগঠনের সভাপতি আবু সাদেক রনির সহ সকলের মতামতের ভিত্তিতে পরিষদের পক্ষথেকে অচিরেই কিছু কার্যক্রম পরিচালনা করব।
More News Of This Category