সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০৪তম প্রয়ান দিবস উপলক্ষ্যে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক হাজারো গানের জনক মরমী কবি রাধারমণ দত্তের ১০৪ তম প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে ২দিন ব্যাপী নানান কর্মসূচী পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১১ই নভেম্বর রোজ সোমবার প্রথম দিন সন্ধ্যায় পৌর এলাকার কেশবপুর বাজারস্থ রাধারমন কমপ্লেক্সের নির্ধারিত স্থান এলাকায় আলোচনা সভা অনুষ্টিত হবে। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান বি,পি,এম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবল হাসান সমুজ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌরসভার সাবেক কাউন্সিলার আবু সুফিয়ান ঝুনু, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছমির আলী, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দেলোয়ার হোসেন, কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না। এছাড়াও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দ্বিতীয় দিন (১২ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ স্থানীয় নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাধারমণ দত্ত সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে চ্যানেল আই সেরা কন্ঠ সালমা সহ দেশের বিভিন্ন এলাকার জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
জামাল/এস/এস
More News Of This Category