নিজস্ব প্রতিবেদক:- ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
শুক্রবার (২১ এপ্রিল) এক শুভেচ্ছা বাণীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ আশরাফুল ইসলাম আশরাফ বলেন, সিয়াম সাধনার পবিত্র রমজানুল মোবারক মাস প্রায় শেষ। আর মাত্র কয়েক ঘন্টা পেরিয়ে রাত পোহালেই ২২ শে এপ্রিল রোজ শনিবার বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই হউক আমাদের সবার কামনা।
তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।
দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানান।
More News Of This Category