“পূর্ণিমা”
====
সাইদ আল ফয়ছল
পূর্ণিমার চাঁদ কেন তুমি এত মধুময়?
আসলে কি সাজানো তোমার মায়াবী অভিনয়?
পূর্ণিমা তোমার নীরব হাসির মাঝে,
জেগে উঠে ভালবাসার সমুদয়,
পূর্ণিমা তুমি জোৎস্নার স্বপ্না দেখা,
আমার অশান্ত হৃদয়ের কষি,
সত্যি কি তুমি আমার?
ছোট্ট কুঁড়েঘরে উঁকি দেওয়া স্বপ্ন রশ্মি,
মন ছোঁয়ে জেগে উঠার ভালবাসার শসি।
পূর্ণিমা তোমার ঘর অন্ধকারে,
অভিশপ্ত বেদনায়,
তোমার মাঝে চাঁদে গ্রহণ লাগে যাতনায়।
পূর্ণিমা তবুও তুমি হও না হতাশ,
দিয়ে যাও মোর সুখের সুবাতাশ।”