মোঃ হুমায়ুন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:-
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৫ ই আগষ্ট রোজ সোমবার সকাল ১০ ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম তাঁর ফেইসবুক আইডিতে একটি স্ট্যার্টাস দেন। এতে তিনি লিখেন ‘আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েক দিন যাবত সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছি, সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হতে পারি,।
এ বিষয়ে জগন্নাথপুর থানার উপ পরির্দশক হাবিবুর রহমান পিপিএম’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের থানা এলাকায় মশার উপদ্রব বেশি। মনে হচ্ছে ওই এলাকা থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। গত ৬/৭ দিনের চিকিৎসায় এখন কিছুটা ভালো আছি। তিনি আরো বলেন, থানা এলাকায় ময়লা, আর্বজনা এবং অপরিচ্ছিন্ন পরিবেশ রয়েছে।এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা জরুরী ।
জামাল/এস/এস
More News Of This Category