মোঃ হুমায়ুন কবীর ফরীদি,সিনিয়র প্রতিবেদকঃ
জগন্নাথপুরের ২১৭ টি কেন্দ্রে ২৮ হাজার ৫ শত ৪৩ শিশুকে ভিটামিন -এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
“ভিটামিন -এ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।২২শে জুন শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ শাহনেওয়াজ।
এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কর্মক্রর্তা ডা মধু সুধন ধর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর জানান, একটি পৌর সভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার ২১৭টি কেন্দ্রে ২৮ হাজার ৫শত ৪৩ শিশুকে ভিটামিন -এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। তিনি আরো বলেন, ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের এ ক্যাপসুল থাওয়ানো হয়েছে।