সিনিয়র প্রতিবেদকঃ জগন্নাথপুর উপজেলা বাউল কল্যান পরিষদ এর অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অলি-আউলিয়া,জ্ঞানী -গুনী,আউল-বাউল এর বিচরণ ভূমি সুনামগঞ্জ তথা উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক মরমি কবি রাধারমণ দত্তের জন্মস্থান জগন্নাথপুরে “জগন্নাপুর উপজেলা বাউল কল্যান পরিষদ” এর অভিষেক উপলক্ষে ৩রা মে শুক্রবার বিকালে জগন্নাথপুর পৌর আঙ্গিনায় পরিষদের সভাপতি মোঃ আব্দুল পরান ও সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মুন্না (জগন্নথপুর পৌর কাউন্সিলর) এর পরিচালনায় অভিষেক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা বাউল কল্যান পরিষদের উপদেষ্টা মোঃ কুতুব উদ্দিন। উক্ত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন,পরিষদের প্রধান উপদেষ্টা শাহ মোঃ ছয়ফুল করিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিষদের সহ-সাধারন সম্পাদক মোঃ শেলিম আহমদ ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী কাজল বণিক, আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ শফিকুল হক শফিক, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহির উদ্দিন,মোঃ মোবারক আলী (শিক্ষক), মোঃ জালাল হোসেন (শিক্ষক), জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ সুফিয়া খানম সাথী ও জগন্নাথপুর পৌর শাখা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ছালিক আহমদ পীর।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আর্শাদ আলী বক্স,শফিকশফিকুল ইসলাম শফিক,মোঃ সুযোগ মিয়া,কাজল দেবনাথ, মোঃ আলমগীর হোসেন,মোঃ গোলাম রব্বানী মিলন, সাজীদ,ছুরুত সহ জগন্নাথপুর উপজেলা বাউল কল্যান পরিষদের সদস্য বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। সভা শেষে এই সংগঠনের সাধারন সম্পাদক ও জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন মুন্না “জগন্নাথপুর উপজেলা বাউল কল্যান পরিষদ” এর সকল সদস্য বৃন্দকে উপস্থিত জনতার মাঝে পরিচয় করিয়ে দেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিকার, সুরকার ও বাউল শিল্পী বৃন্দ মন মুগ্ধকর গান পরিবেশন করেছেন।
More News Of This Category