,
শিরোনাম
জগন্নাথপুরের কাকবলি সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের নতু কমিটি গঠন শান্তিগঞ্জের পাগলায় আগুনে ভস্মীভূত দুই দোকান, চার লক্ষ টাকার ক্ষতি অর্থ আত্মসাৎ মামলায় অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ কারাগারে সাজা প্রাপ্ত আসামী লন্ডনে বসে দেশ চালাবেন? পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুরে পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়নের লক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত এসএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ জেলার তিন উপজেলায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন শান্তিগঞ্জের হাসনাবাদে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩ জগন্নাথপুরের নলজুর নদীর দুই সেতুতেই যান চলাচল বন্ধ, লাখো মানুষের দুর্ভোগ লন্ডনে পৌছে বন‌্যা কবলিত সুনামগঞ্জবাসীর খো্ঁজ নিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ

নিউমার্কেটে দফায় দফায় সংঘর্ষে ২৫ পুলিশ আহত

দৃক নিউজ২৪, ঢাকা:- রাজধানীর নিউমার্কেট এলাকায় সোমবার রাত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পুলিশের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন।

আহতদের মধ্যে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), নিউমার্কেট-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ হয়। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের অন্তত ১৫ জন সদস্য আহত হন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের সংঘর্ষে আরও ১০ পুলিশ সদস্য আহত হন।

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ এবং এতে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে ডিসি সাজ্জাদুর রহমান জগো নিউজকে বলেন, গতকালের ঘটনায় আজই মামলা হতো। তবে নিউমার্কেট থানার ওসি আহত হওয়ায় এবং আজও ফের দফায় দফায় সংঘর্ষ চলায় মামলার এজাহার এখনো লেখা হয়নি। রাতের মধ্যে মামলা হতে পারে। মামলায় একাধিক আসামি হতে পারে।

তিনি বলেন, গতকাল সোমবার রাতের সংঘর্ষের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত কতজন আহত হয়েছে, এর সুস্পষ্ট কোনো তথ্য নেই।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে, যা চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুপক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এরপর মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড়-সায়েন্সল্যাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। সন্ধ্যার পরও ঢাকা কলেজ ও নিউমার্কেটসহ আশপাশ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩৬
  • দুপুর ১১:৫৩
  • বিকাল ৪:১১
  • সন্ধ্যা ৫:৫৬
  • রাত ৭:০৯
  • ভোর ৫:৪৭