,

৪ মিনিটের দৃশ্যের শ্যুটিংয়ে খরচ ৫৪ কোটি!

দৃক নিউজ২৪ ডেস্ক: দৃশ্যটি ধারণ করতে সময় লেগেছে মাত্র চার মিনিট। আর এতেই কিনা খরচ হয়েছে ৫৪ কোটি টাকা! টাকার অঙ্কটা শুনে চোখ ছানাবড়া হলেও এটিই সত্যি। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির ক্লাইম্যাক্সের জন্য এই খরচ।

জানা গেছে, এটি একটি যুদ্ধের দৃশ্য। ওই দৃশ্যে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্যুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়ায় গেছে। ছবিটির জন্য নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার কস্টিউম। সঙ্গে স্থানীয় শিল্পী গেছেন ৬০০ জন। এলাহি খরচের এই ফিল্মের মোট বাজেট ধরা হয়েছে ২০০ কোটি টাকা।

এ বছরই মুক্তি পাওয়ার কথা ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’-র। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩০
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৪:২৩
  • সন্ধ্যা ৬:১১
  • রাত ৭:২৫
  • ভোর ৫:৪২