নিজেস্ব প্রতিবেদক:-
জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্তৃক আজ (১৯শে আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে এক কর্মীসভা অনুষ্টিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু এর পরিচালনায় উক্ত কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক আব্দুস শহিদ, যুব বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক আজিবুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হক, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হক, আব্দুল কাহার, আলী আকবর, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি সামসুজ্জামান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লেবু, যুবদল নেতা মাসুদ আহমদ, ছাত্রদল নেতা জুনেদ আহমদ, ফাহিল আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল নেতা মিফতাউল হাসান জনির কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মীসভায় বক্তারা বলেন ষোড়শ সংশোধনী দেশের সর্বোচ্চ আদালতে বাতিল হওয়ার পরে সরকারের আর বৈধতা নেই তাই এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হঠাতে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তুলতে প্রত্যেকটি জিয়ার সৈনিককে প্রস্তুত থাকতে হবে।