দৃক নিউজ২৪ ডেস্ক:- অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আবারও নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ হাফিজ। লন্ডনের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষায় আইসিসির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি অলরাউন্ডারের বোলিং। এ নিয়ে তিনবার বোলিংয়ে নিষিদ্ধ হলেন তিনি।
গত অক্টোবরে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন হাফিজ। এরপর ১ নভেম্বর থেকে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে দুসপ্তাহ ধরে বোলিং পরীক্ষা দিতে হয়েছে বর্তমানে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ এই অলরাউন্ডারকে।
পরীক্ষায় প্রমাণিত হয়েছে বোলিংয়ের সময় ১৫ ডিগ্রীরও বেশি হাত বেঁকে যায় হাফিজের, যা আইসিসির মানদণ্ডের পরিপন্থী। তাতেই তিনবছরে তৃতীয় বারের মতো নিষিদ্ধ হোন তিনি।
হাফিজ প্রথমবার বোলিংয়ে নিষিদ্ধ হোন ২০১৪ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। ২০১৫ সালের এপ্রিলে শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরলেও সেই বছরের জুলাইয়ে আবার নিষিদ্ধ হওয়ায় এক বছর বল করতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার।
গত বছরের ১৭ নভেম্বর ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টার থেকে বোলিংয়ে ছাড়পত্র পান হাফিজ।
More News Of This Category