দৃক নিউজ২৪ ডেস্ক:- ২০১৮ বিশ্বকাপে চান্স পাবে ৩২ দল। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে কোন ৩২টি দল যাচ্ছে রাশিয়াতে। তবে এবারের রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যেন শুরু হয়ে গেছে চমক আর উত্তেজনার। ৩২ দলের মধ্যে যেমন প্রত্যাশিত কিছু দলের জায়গা হয়নি মুল পর্বে, তেমনি অপ্রত্যাশিত কিছু দল চলে এসেছে এই তালিকায়। নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের ৩২ দল, তালিকায় রয়েছে কোন কোন দল?
প্লে অফে ইতালির কাছে হারবে সু্ইডেন, এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু ফলাফল হল উল্টো। আবার নেদারল্যান্ড বাদ হয়ে গেল গ্রুপ পর্ব থেকেই। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি বাদ হয়ে গেল গ্রুপ পর্বে। অথচ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল পেরু। এমনই কাঙ্খিত আর অনাকাঙ্খিত দোলাচলের মধ্যে কোন ৩২টি দল বিশ্বকাপের টিকিট পেল স্পোর্টস প্রতিদিন পাঠকদের জন্য তা তুলে ধরা হল।
একনজরে দেখুন টিকিট নিশ্চিত করা ৩২ দল কোন গুলো।
১, রাশিয়া
২, ব্রাজিল
৩, উরুগুয়ে
৪, আর্জেন্টিনা
৫, কলম্বিয়া
৬, মেক্সিকো
৭, কোষ্টারিকা
৮, পানামা
৯, অষ্ট্রেলিয়া
১০, ইরান
১১, দক্ষিন কোরিয়া
১২, জাপান
১৩, সৌদি আরব
১৪, নাইজেরিয়া
১৫, সেনেগাল
১৬, তিউনিসিয়া
১৭, মরক্কো
১৮, বেলজিয়াম
১৯, জার্মানী
২০, ইংল্যান্ড
২১, স্পেন
২২, পোল্যান্ড
২৩, আইসল্যান্ড
২৪, সার্বিয়া
২৫, পর্তুগাল
২৬, ফ্রান্স
২৭, সুউজারল্যান্ড
২৮, ক্রোয়েশিয়া
২৯ সুইডেন
৩০, ডেনমার্ক
৩১, মিসর
৩২, পেরু